পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য আসছে সুখবর। খুব শীঘ্রই জেলার বিডিও অফিসগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে, সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে। নিয়োগ সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সরকারি প্রকল্পের দেখাশোনার কাজে প্রার্থীদেরকে নিয়োগ করা হবে খুব শীঘ্রই। পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই পশ্চিমবঙ্গের অন্ততপক্ষে দুই বছরের জন্য স্থায়ী বাসিন্দা হতে হবে।
আরও পড়ুন: মাত্র ১০ বছর বয়সে একটি গোটা কোম্পানির মালিক এই বিস্ময় বালক! কিন্তু কিভাবে সম্ভব হলো এই সফর?
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তিভিত্তিক হিসেবে করা হবে। প্রার্থীদের দৈনিক হিসেবে ভাতা প্রদান করা হলেও একসঙ্গে মাস শেষে পুরো ভাতা দেওয়া হবে। যে সকল প্রার্থীরা BDO পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই প্রতিবেদনে এই পদে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হলো
শূন্য পদের নাম- সরকারি প্রকল্পে BDO অফিসের কর্মী
প্রার্থীদের কী কী যোগ্যতা থাকা বাঞ্ছনীয়?
১. প্রার্থীদের কমপক্ষে দুই বছর বা তার বেশি সময় সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. প্রার্থীদের স্থানীয় ভাষায় কথা বলা বাঞ্ছনীয়
৩. প্রার্থীদের ০১/০১/২০২২ তারিখের মধ্যে ২১-৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
৪. প্রার্থীদের কমপক্ষে স্নাতক পাশ করতে হবে, তবে কমার্সে গ্রাজুয়েট হলে অগ্রাধিকার দেওয়া হবে।
৫. প্রার্থীদের কাজের পূর্ব অভিজ্ঞতা অথবা গণিত ও বাণিজ্যের জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
৬. মাসে কমপক্ষে ১৫ দিন গ্রামের বাইরে গিয়ে কাজ করবার ইচ্ছা থাকতে হবে। শিল্প উদ্যোগ নেওয়ার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন/ মহিলা/স্বনির্ভর দলের সদস্যা/কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
৭. ক্যাশ ক্রেডিট লোনের তৃতীয় ডোজের সাথে যুক্ত থাকতে হবে প্রার্থীকে।
আরও পড়ুন: অভাবের সংসারে হাল ধরতে শুরু করেছিলেন অটো চালানো! সারা রাজ্য আজ তাঁর প্রশংসায় পঞ্চমুখ
সাধারণত প্রার্থীকে কী কাজ করতে হবে:
এই পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের one stop facilitatiom Centre এর অধীনে ক্ষুদ্র শিল্প ও শিল্পীদের ব্যবসার জন্য রূপরেখা তৈরি হাতে-কলমে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা প্রাপ্তির জন্য পথপ্রদর্শন করতে হবে।
বেতন কাঠামো: BDO অফিস চুক্তিভিত্তিক এই কাজের জন্য দৈনিক ভাতা প্রদান করবে। তবে দৈনিক ভাতা ঠিক কত টাকা তা প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।
আবেদনপত্র জমা দেওয়ার স্থান: আবেদনকারী নিজ নিজ এলাকার বিডিও অফিসে আবেদনপত্র জমা দেবেন।
আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ হল: ১২/০৫/২০২২ – এই তারিখের মধ্যে তাই নিজের নিজের আবেদনপত্র নিজে গিয়ে জমা দিতে হবে। এর সাথে প্রার্থী কোন পঞ্চায়েত এলাকায় কাজ করতে চান তাও আবেদন পত্রের উপর লিখে দিতে হবে। আবেদনকারী কেবলমাত্র একটি সমবায়ে আবেদন করবেন।
Official Website : Click
Application Format : Click